মনের গভীরে গেঁথে যাওয়া নৃত্যগীতের মাধ্যমে উপভোগ করুন দেবী দুর্গার অশুভ শক্তি বিনাশের গাথা। তৃপ্ত হোন মায়ের পায়ে অঞ্জলি দিয়ে, রোমাঞ্চিত হোন ধুনুচি নৃত্য দেখে, স্মৃতিমেদুর হয়ে সিঁদুর খেলুন মায়ের বিদায়লগ্নে।