আকাশ নিজেকে সাজিয়েছে শরতের রঙে, বাতাস তুলেছে উৎসবের তান, মঞ্চ প্রস্তুত। আসুন, দেবী দুর্গার আবাহনে মেতে উঠি আমরা, মিলন হোক আত্মার সঙ্গে আত্মার।

কল্পনা করুন ধূপের গন্ধে, শঙখধ্বনিতে, আলোর মালায় এক শহর পরিবর্তিত হয়েছে রঙিন চিত্রপটে। এই উৎসব ভালোবাসার, ভক্তির এবং একাত্মিকরণের।

মনের গভীরে গেঁথে যাওয়া নৃত্যগীতের মাধ্যমে উপভোগ করুন দেবী দুর্গার অশুভ শক্তি বিনাশের গাথা। তৃপ্ত হোন  মায়ের পায়ে অঞ্জলি দিয়ে, রোমাঞ্চিত হোন ধুনুচি নৃত্য দেখে, স্মৃতিমেদুর হয়ে সিঁদুর খেলুন মায়ের বিদায়লগ্নে।